Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোপায় উরুগুয়ে দলে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ৪:৪০ পিএম

হাঁটুর ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে কোপা দেল রের ফাইনালে খেলতে পারেননি লুইস সুয়ারেজ। তবে আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত উরুগুয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়েছে তারকা এই স্ট্রাইকারের।
গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে ঘরোয়া ডাবল জেতা হয়নি বার্সার। হতাশাজনক পরাজয়ের ম্যাচে সুয়ারেজ ছিলেন না হাঁটুর মেনিসকাসে অস্ত্রোপচার হওয়ায় কারণে। তবে অস্কার তাবারেজের ঘোষিত দলে সুয়ারেজ ঠিকই জায়গা করে নিয়েছেন। দলে আরো আছেন ২০১৮-১৯ মৌসুমে অনেকটা সময় জুড়ে ইনজুরিতে থাকা পিএসজি’র আরেক তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানি।
এদিকে রক্ষনভাগে হোসে গিমিনেজের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বিদায়ের ঘোষনা দেয়া অভিজ্ঞ ডিফেন্ডার দিয়েগো গোডিনকেও জাতীয় দলের জন্য বিবেচনা করেছেন তাবারেজ। এছাড়া দলে ডাক পাওয়া অপর গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা হলেন আর্সেনালের মিডফিল্ডার লুকাস টোরেইরা, ইন্টান মিলানের মাটিয়াস ভেসিনো, জুভেন্টাসের মার্টিন ক্যাসেরাস ও রডরিগো বেনটানকার।
আগামী ১৬ জুন ইকুয়েডরের বিপক্ষে লাতিন শ্রেষ্ঠত্বের মিশন শুরু করার আগে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। গ্রুপ-সি’তে তাদের প্রতিপক্ষ জাপান ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
কোপা আমেরিকায় উরুগুয়ে দল :
গোলরক্ষক : মার্টিন কামপানা, ফার্নান্ডো মুসলেরা, মার্টিন সিলভা।
ডিফেন্ডার : মার্টিন ক্যাসেরাস, দিয়েগো গোডিন, মার্সেলো সারাচ্চি, সেবাস্টিয়ান কোটস, হোসে গিমিনেজ।
মিডফিল্ডার : গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রডরিগো বেনটানকার, গিওভান্নি গঞ্জালেজ, দিয়েগো লাক্সলাট, নিকোলাস লোডেইরো, নাহিটান নানডেজ, গ্যাস্টন পেরেইরো, লুকাস টোরেইরা, ফেডেরিকো ভালভার্দে, মাটিয়াস ভেসিনো।
ফরোয়ার্ড : এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ, ম্যাক্সি গোমেজ, জোনাথান রদ্রিগুয়েজ, ক্রিস্টিয়ান স্তুয়ানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ