Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬, ১৫ সফর ১৪৪১ হিজরী

খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা

আরব আমিরাত বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরব আমিরাতের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার দুবাই গ্র্যান্ড এক্সিসেলর হোটেল (দেরা পুরাতন শেরাটন হোটেল) হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরব আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু।
আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ন‚রুল আলম, আমিরুল ইসলাম এনাম, জাকির হোসেন খতিব, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম নওয়াব, আবদুল কুদ্দুস, মোহাম্মদ সোলায়মান, শাহান‚র শাহিন, এন এম ফারুক, মোহাম্মদ বিল্লাল হোসেন, জামালউদ্দিন, শাহেদ আহমেদ রাসেল, কয়েস আহমেদ গাজী জাকের ও মহিলা সম্পাদিকা সামসুন নাহার স্বপ্নাসহ আরো অনেকে। সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে কারামুক্তি দাবি জানান এবং তার সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে আরব আমিরাতের প্রতিটি প্রদেশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
probashjibon.inqilab@gmail.com 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ