Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চোখের মণিতে লগ ইন

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কত বিস্ময়কর কিছুই না ঘটছে ! পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার, মোবাইল, ট্যাব, ল্যাপটপে লগ ইন করার সময় ফুরিয়ে আসছে বলে জানিয়েছে গুগল। আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এমনই ইঙ্গিত দিচ্ছে গুগল। সার্চ ইঞ্জিন গুগল জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত যে কোনো গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে এবার চোখের মণির প্রতিবিম্ব দিয়েই লগ ইন করা যাবে। সম্প্রতি সাফল্যের সঙ্গে ‘ট্রাস্ট এ পি আই’ নামে এই বিশেষ প্রযুক্তির ডেমো দিয়েছে গুগল। এই প্রযুক্তি চলতি বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। তবে শুধু চোখের মণির প্রতিবিম্ব মিললেই চলবে না, সুরক্ষা আরও মজবুত করতে মুখের ছবি, শরীরি ভাষা এবং গলার স্বর মিলিয়ে নেওয়ারও ব্যবস্থা থাকবে। এতে মাল্টিপল লগ ইনের সুবিধাও রাখা হবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোন এবং ট্যাবলেটের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে। কোনো বৈধ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যদি লগ ইন সমস্যায় পড়েন তাহলে তাদের জন্য থাকবে বিশেষ হেল্পলাইন।
স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোখের মণিতে লগ ইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ