Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬, ২১ শাওয়াল ১৪৪০ হিজরী।

সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশে ঈদ আজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ৯:৫৬ এএম

সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ।

সোমবার সউদী আরবে বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল এ ঘোষণা দেন।

আরব নিউজের খবরে বলা হয়, সউদী আরবের বিভিন্ন স্থানে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এদিকে, সউদী আরবে নেওয়া হয় ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা, মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত কিছুটা দেরিতে ঘোষণা দিয়ে আজ ঈদ উদযাপন করছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ

১৩ জুন, ২০১৯

আরও
আরও পড়ুন