Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জম্মু ও কাশ্মীরে চার স্বাধীনতাকামী হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের কথিত গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন স্বাধীনতাকামীকে হত্যা করা হয়েছে। ভারতীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ মিলে অভিযান চালায়। দেশটির পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে তারা গুলি ছুঁড়ে। এতে পাল্টা আক্রমণ শুরু করে সেনারা। এ ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। নিহতদের সবাই জইশ-ই-মহম্মদের সদস্য বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ