Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল্টিমেটাম পূরণে ব্যর্থ হলে এফ-৩৫ পাবে না তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার জন্য তুরস্ককে জুলাই’র শেষ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন সরকার। ওয়াশিংটন বলেছে, এ সময়ের মধ্যে এটি বাতিল করতে ব্যর্থ হলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়া হবে না। মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী এলেন লর্ড শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আগামী ৩১ জুলাই’র মধ্যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল করতে ব্যর্থ হলে তাকে এফ-৩৫ স্টিল্থ জঙ্গিবিমান দেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এখন থেকে ওয়াশিংটন নতুন করে আর কোনো তুর্কি পাইলটকে এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দেবে না। এ সম্পর্কে এলেন লর্ড বলেন, শুধু তাই নয়, এরইমধ্যে যেসব তুর্কি পাইলট আমেরিকায় এফ-৩৫ জঙ্গিবিমানের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরও বহিষ্কার করা হবে। বর্তমানে আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের লিউক বিমান ঘাঁটিতে চারজন তুর্কি পাইলট এফ-৩৫ বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া, আরো দুই তুর্কি পাইলট সেখানে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি ২০ তুর্কি প্রকৌশলী ওই ঘাঁটিতে এই বিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর আগে মার্কিন কর্মকর্তারা যুক্তি তুলে ধরে বলেছিলেন, ন্যাটো জোটের সদস্যদেশ হিসেবে এই জোটের শত্রু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা তুরস্কের উচিত হবে না। এর পরিবর্তে ওয়াশিংটন আঙ্কারাকে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থা কেনার প্রস্তাব দিয়ে বলেছিল, প্যাট্রিয়ট কিনলে এফ-৩৫ জঙ্গিবিমান সংক্রান্ত চুক্তি বাতিল করা হবে না। তবে তুরস্ক শুরু থেকেই আমেরিকার এ বিরোধিতা প্রত্যাখ্যান করে এসেছে। স¤প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানসহ আকাশপথে আসা যেকোনো হুমকি শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ