Inqilab Logo

ঢাকা, সোমবার ২২ জুলাই ২০১৯, ০৭ শ্রাবণ ১৪২৬, ১৮ যিলক্বদ ১৪৪০ হিজরী।
শিরোনাম

হঠাৎ অসুস্থ রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ৪:০৩ পিএম | আপডেট : ৭:৩০ পিএম, ১০ জুন, ২০১৯

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার পেট ব্যথা শুরু হয় এবং বমিও করেন।এরপর তাৎক্ষণিকভাবে কিছু ওষুধ সেবন করেন। কিন্তু কোনো প্রতিকার না হওয়ায় তার চিকিৎসার জন্য তখনই দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলামের পরামর্শ নেন। ইতোমধ্যে কয়েকজন সিনিয়র চিকিৎসক রিজভীকে দেখে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এখনও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিকিৎসা নিচ্ছেন রিজভী।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ করেই রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন। বমিও করেছেন। তাকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তবে গতকালের চেয়ে এখন অনেকটা ভালো। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ