কালীগঞ্জে কৃষকের সেচঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সেচঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাদিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সম্প্রতি এই অগভীর নলকূপ স্থাপন
ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার পর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সাবেক নেতাদের নিয়ে তিনটি কমিটি গঠন করেছে বিএনপি। কমিটি তিনটি হচ্ছে, নির্বাচন পরিচালনা কমিটি, বাছাই কমিটি ও আপিল কমিটি। গত রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্র্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও নির্বাহী সদস্য রাজীব আহসান।
বাছাই কমিটিতে আছেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান।
আপিল কমিটিতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।
গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ রাজীব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় বিএনপি। কমিটি ভেঙে দেয়ার পর থেকে আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের কথা বলা হয়। তারই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন কাউন্সিল করতে এসব কমিটি গঠন করা হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।