Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রবির সাথে কর্পোরেট চুক্তি সই করল স্নোটেক্স গ্রুপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৫:৪৩ পিএম

রপ্তানিভিত্তিক ওভেন গার্মেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ সম্প্রতি রবির কর্পোরেট সল্যুশন সেবা গ্রহণ করেছে। সেবাটি গ্রহণ করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ স্নোটেক্স গ্রুপের কার্যালয়ে সম্প্রতি কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর এস. এম. খালেদ এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো: আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি কর্পোরেট চুক্তি সই করেন।

এর আওতায় স্নোটেক্স গ্রুপ রবির কর্পোরেট সংযোগ, বিভিন্ন এন্টারপ্রাইজ সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডেল প্যাকসহ বিভিন্ন ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্নোটেক্সের ডিরেক্টর গ্রুপ অপারেশন মোশাররফ হোসেন, ডিরেক্টর প্রোকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন মাশরুর হুসেইন এবং এইচ আরের অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো: তাসিবুল আলম তাসিব উপস্থিত ছিলেন। এছাড়া রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এন্টারপ্রাইজ বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার নাফিজ আহমেদ সাঈদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার রিদওয়ান ইফাজ ভূঁইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্পোরেট চুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ