Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাণীশংকৈলে মিলারদের চাপের মুখে নেকমরদ ওসিএলএসডি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১১:১৮ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ খাদ্যগুদামে গম ও ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও খালি জায়গার অভাবে এখনো চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বললেন নেকমরদ ওসিএলএসডি আসাদুজ্জামান। তিনি বলেন বর্তমানে মিলারদের চাপের মুখে রয়েছেন তিনি। মিলাররা গুদামে চাল সরবরাহ করতে না পারায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। ভুক্তভোগী মিলাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী করেছে অতিসত্তর গুদামে জায়গা খালি করে চাল সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 

ওসিএলএসডি বলেন, ১৪'শ মে:টন আমন ধান এবং ৪০০'শ মে:টন গম, গুদাম থেকে দ্রুত ভাবে সরাতে হবে। তাহলে চাল সংগ্রহ করা সম্ভব হবে।
এপ্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল খন্দকার বলেন, ১১ জুন আমরা জায়গার জন্য চাহিদা দিয়ে চিঠি লিখেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। আশা করি আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্যা সমাধান হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসিএলএসডি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ