Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিটেইল সাপ্লাই চেইন ব্যবস্থাকে আরো নিরাপদ ও স্বচ্ছ করছে ওরাকল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৫:৩৭ পিএম

খুচরা বিক্রয় শিল্প আগের যেকোনো সময়ের তুলনায় জটিল হয়ে উঠেছে। ক্রেতারা এখন শুধু ন্যায্য মূল্যে উচ্চমানের পণ্যই চান না বরং সঠিক উৎসের মাধ্যমে তাদের কেনাকাটার নিরাপত্তার নিশ্চয়তাও চান। তাই খুচরা বিক্রেতাদের বিশ্বজুড়ে তাদের চেইন শপগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হয়। বিনিময় দাখিল, গণনা ও সমস্ত প্রক্রিয়া একীভূতকরণের নতুন সব প্রযুক্তি নিয়ে ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস খুচরা বিক্রেতাদের কাঁচামাল ও পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভোক্তা অভিজ্ঞতার উন্নতি ও ব্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে যাচ্ছে।

ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স বিশ্বের অন্যতম সর্বাধিক গৃহীত ব্র্যান্ড ব্যবস্থাপনা সলুসন্স যা বর্তমানে সবধরনের বেসরকারী প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল পোর্টালের দুই-তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করে। এটি প্রতিষ্ঠানের সকল অডিট, এক্রেডিটেশন এবং সার্টিফিকেটের সত্যতা প্রদান করে। বর্তমানে ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স কমিউনিটি ২ লাখ ৫০ হাজারেরও বেশি সরবরাহকারীদের ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ভোগ্যপণ্যের প্রতিনিধিত্ব করে।

ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস খুচরা বিক্রেতা, রেস্টুরেন্ট, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং প্রস্তুতকারকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা এই ক্লাউডের মাধ্যমে সহজে তাদের পণ্যগুলোর মান, উন্নয়ন, অবস্থা ও বিপণন নিশ্চিত করতে পারে।

২০১৬ সালে আমেরিকায় লিস্টেরিওসিস নামে খাবারের মাধ্যমে সংক্রমিত একটি জীবনঘাতী ইনফেকশন ছড়িয়ে পড়ে যা বিভিন্ন নামী ব্র্যান্ডের গ্রোসারি চেইন শপগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলে। এক উৎস হতে দ‚ষিত বরফজাত সবজি ও ফল ৪২ টি ব্যান্ডের বিভিন্ন চেইন শপে ভোক্তা পণ্য হিসেবে লিপিবদ্ধ হয়। ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস ব্যবহার করে একটি নামী কোম্পানি সেই দ‚ষিত পণ্যটি চিহ্নিত করে। পরে তারা গ্রাহকের সাথে যোগাযোগ করে এবং পণ্যটি সম্পর্কে সতর্ক করতে সমর্থ হয়।

ওরাকল রিটেইলের স্ট্র্যাটেজি এ্যান্ড সল্যুশন ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট জেফ ওয়ারেন বলেন, “আজকের দিনে ব্র্যান্ডের প্রচার মানে ম‚ল্যের সাথে সাথে মান ও বিশ্বস্ততা অর্জন। গ্রাহকরা এখন চায় খুচরা বিক্রেতারা তাদের পণ্যের উৎস, মান, তৈরির উপাদান সকল কিছু সম্বন্ধে ধারণা রাখুক। তারা তথ্যের স্বচ্ছতা ও সহজ প্রাপ্তি চায় তাও আবার নির্দিষ্ট সময়ে। গ্রোসারি খাতে ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস গ্রাহক ও ব্র্যান্ডকে সুরক্ষা প্রদানের সাথে সাথে এই সকল চাহিদা পূরণ করে। ”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরাকল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ