Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাবাডির এসএ গেমস প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৭:২৪ পিএম

আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু ও পোখরা শহরে অনুষ্ঠিত হবে এবারের এসএ গেমস। এই গেমসে ভালো ফলাফলের লক্ষ্যে আগে-ভাগেই শুরু হলো জাতীয় কাবাডি দলের অনুশীলন। বুধবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে বিভিন্ন সংস্থার ৬৫ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হয় এসএ গেমস কাবাডির প্রস্তুতি ক্যাম্প। গত সোমবার ঢাকায় এসে কালই শিষ্যদের নিয়ে ম্যাটে নেমে পড়েন জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজু রাম। দীর্ঘমেয়াদী অনুশীলনের মাধ্যমে চূড়ান্ত দলের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। প্রস্তুতি পর্বের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন কাবাডি ফেডারেশনের ট্রেনিং ও সিলেকশন কমিটির চেয়ারম্যান আমির হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব আবদুল হক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ