Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৭ সফর ১৪৪১ হিজরী

প্রো-কাবাডিতে বাংলাদেশের মাসুদ-সাজিদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৭:৩৪ পিএম

ভারতের ভিভো প্রো-কাবাডির ষষ্ঠ আসর শুরু হবে আগামী মাসে। এবারের আসরে বাংলাদেশের দু’জন খেলোয়াড় দু’টি ভিন্ন দলের হয়ে খেলবেন। এরা হলেন- বাংলাদেশ পুলিশের মাসুদ করিম ও বাংলাদেশ জেলের সাজিদ হোসেন। মাসুদ খেলবেন ইউপি যোদ্ধার হয়ে। সাজিদের দলের নাম গুজরাট ফরচুন জায়ান্ট। ভারতের জনপ্রিয় প্রো-কাবাডি শুরু হওয়ার আগেই চলতি মাসের শেষ দিকে মাসুদ ও সাজিদ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানে নিজ নিজ দলের সঙ্গে অনুশীলন করবেন তারা। এ পর্যন্ত প্রো-কাবাডির দু’আসরে খেলছেন মাসুদ করিম। অন্যদিকে সাজিদ খেলছেন প্রথমাবারের মতো। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি

৩০ সেপ্টেম্বর, ২০১৯
২২ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন