Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউসে বিভক্তির স্বীকারোক্তি জন বোল্টনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

হোয়াইট হাউসে বিভক্তির জন্য বিদেশি শক্তি এবং মূল ধারার মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মঙ্গলবার ওয়াশিংটনে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। তবে নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাননি ট্রাম্প প্রশাসনের এ কর্মকর্তা। জন বোল্টনের কাছে প্রশ্ন ছিল, ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রশাসন কেন সাংঘর্ষিক ও পররস্পরবিরোধী বিবৃতি দিচ্ছে। জবাবে বোল্টন এ ধরনের বিভক্তির জন্য বিদেশি শক্তি ও মূলধারার গণমাধ্যমকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের বিশ্বাস করার বাস্তবিক কারণ রয়েছে যে- ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন সম্পর্কে তারা ভুল তথ্য তুলে ধরবে। তারা দেখানোর চেষ্টা করবে যে, ট্রাম্প প্রশাসনে বিভক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যমগুলোর কর্মীদের সাংবাদিকদেরকে ‘শ্রুতিলেখক’ বলে আখ্যায়িত করে বোল্টন বলেন, এসব সাংবাদিক সরকারের মধ্যকার বিভক্তির কথা বাইরে ছড়াচ্ছেন। পার্স টুডে, ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউস

২৬ জানুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০২০
৯ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ