Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শরণখোলায় কৃষকের জমি দখল করতে প্রতিপক্ষের গুলির নাটক

শরণখোলা উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৯:৫৮ পিএম

শরণখোলায় কৃষকদের জমি দখলের জন্য প্রতিপক্ষকে শায়েস্তা করতে গুলি করার নাটক সাজিয়ে হয়রানী করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার জানেরপাড় গ্রামের বাসিন্দা কৃষক ফরিদ আহমেদ খাঁন এসব অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে ফরিদ বলেন, আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে তিনিসহ তার এলাকার ১৯ জন কৃষকের ভোগদখলীয় চাষাবাদের ১৭.৮৫ একর ফসলী দখল করতে স্থানীয় প্রভাবশালী মহারাজ হাওলাদার, রফিকুল হাওলাদার, শাহ আলম হাওলাদার, আমির হাওলাদার ও ইব্রাহীম হাওলাদারসহ একটি চক্র ৬ জুন গভীর রাতে গুলির নাটক সাজিয়ে প্রতিপক্ষ রফিকুলকে আহত দেখানো হয়। ওই ঘটনায় স্থানীয় কৃষকদের ফাঁসাতে তার ভাই আশরাফুল খাঁনের বিরুদ্ধে গুলি করার অভিযোগ তুলে নতুন করে তাদের জব্দ করতে প্রশাসনসহ সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ২০১৪ সালে মহারাজ গ্রুপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রতিশোধের পাশাপাশি তাদের ভোগদখলীয় জমি দখল করতে নতুন করে গুলির নাটক সাজিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছেন মহারাজ গ্রুপ। গুলির ঘটনাটির সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে নানামুখী ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান কৃষক ফরিদ। এ ব্যাপারে মহারাজ মুঠোফোনে বলেন, তিনি ঢাকায় বসবাস করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেননা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণখোলায় কৃষকের জমি দখল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ