Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ০৬ কার্তিক ১৪২৬, ২২ সফর ১৪৪১ হিজরী

ফারুককে দেখতে গেলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ২:৩৪ পিএম

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ফারুকের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।শায়রুল বলেন, জয়নুল আবদীন ফারুকের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তাকে দেখতে যান এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

ফারুকের অসুস্থতা সম্পর্কে তার মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা বলেন, ভোর থেকে বাবা বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি একটু ভালো আছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৯ অক্টোবর, ২০১৯
১৪ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ