কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মাইক্রোবাস নসিমন মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩
উখিয়ার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে আরআরসি অফিসের মাইক্রোবাস ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ বেলাল নামের ১জন নিহত
গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে অপহরণের ৯ ঘণ্টা পর তুহিন হোসেন (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা নিয়েছে পুলিশ। মুক্তিপণের দাবিতে তুহিনকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে তা না পেয়ে রাতভর নির্যাতন করে ফেলে যায় অপহরণকারিরা।
উদ্ধারকৃত তুহিন সাহেবনগর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারখালী গ্রামের মাঠ থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে তুহিনকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরণের পর রাতেই সন্ত্রাসীরা মোবাইলফোনে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।