ঈদগাঁও থানা প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

কক্সবাজারে ঈদগাঁও থানা প্রশাসনিকভাবে যাত্রা শুরুর সাথে সাথে থানার সংবাদকর্মীদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করতে "ঈদগাঁও
মাদারীপুরের কালকিনি উপজেলার এক কিশোরীকে ধর্ষণের দায়ে রাজিব নামে এক জনকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। রাজিব উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দাতপুর গ্রামের ওয়ারেছ খানের ছেলে। তাকে শরিয়তপুর জেলার আংগারিয়া ইউনিয়নের কাশিমপুর থেকে গতকাল বুধবার রাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এক কিশোরীকে রোববার গভীররাতে বাড়ি থেকে মোবাইলের মাধ্যেমে ডেকে নিয়ে পাশের পাটক্ষেতে ধর্ষণ করে। তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু রাজিব পালিয়ে গেলে পরদিন তার নামে কালকিনি থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়।
গত মঙ্গলবার দিবাগত রাতে কালকিনি থানার ওসি তদন্ত হারুন অর রশিদের নেতৃত্বে শরিয়তপুর থানা পুলিশের সহযোগিতায় শরিয়তপুর জেলার আংগারিয়া ইউনিয়নের কাশিমপুর থেকে রাজিবকে আটক করে কালকিনি থানায় আনা হয়।
কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, ধর্ষিতার পরিবার থেকে ১০ জুন সোমবার সকালে একটি অভিযোগ পাই এবং মামলা গ্রহন করি। আসামিকে শরিয়তপুর জেলার আংগারিয়া ইউনিয়নের কাশিমপুর থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।