Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন, পচা নকল চা পাতা জব্দ, আটক ২

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ৩:০৪ পিএম

চাঁদপুর কোস্টগাড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০০০ কেজি নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ ও পচা ২০০ কেজি চা পাতা, বিভিন্ন ব্যান্ডের খালি প্যাকেটে (প্রায় ৫০০ টি ) নকল চা পাতা জব্দ করা হয়েছে।

১৪ জুন (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ট্রাংকরোডের মস্তান বাড়ির একটি ঘর থেকে মালামালসহ ২ জনকে আটক করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে এক জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ এ ১০,০০০ টাকা, অপরজনকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস জেল প্রদান করা হয়েছে । জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম রাসেদ, কোস্টগার্ড
কমান্ডার আবদুল মালেক।

জব্দকৃত পলিথিন ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে, চা পাতা ধ্বংস করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ