Inqilab Logo

ঢাকা, রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭, ১৮ যিলহজ ১৪৪১ হিজরী

ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনায় নিহত ১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১:৫০ পিএম

ভেনেজুয়েলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। গত রোববার (১৬ জুন) কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। গুরুতর আহত ৩৩ জনকে ভিলা ডেল রোজারিওর হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জন মারা যান।
প্রাথমিক তদন্তে অনুসারে, দ্রুতগতির বাসটির টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বের অন্যতম সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ ভেনেজুয়েলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, লাতিন আমেরিকার দেশটিতে ২০১৬ সালে প্রায় ১০ হাজার ৬০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ