Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিলামে উঠছে পেলের স্মারক

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিলামে উঠছে ক্যারিয়ার জুড়ে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের পাওয়া ও ব্যবহৃত বিপুল সংখ্যক স্মারক। লন্ডনে হতে যাওয়া এই নিলামে ফুটবলপ্রেমীরা ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলের সংগ্রহে থাকা ২ হাজারের বেশি স্মারক থেকে পছন্দেরটি ডেকে নেওয়ার সুযোগ পাবেন। তিনটি বিশ্বকাপের পদকসহ এই স্মারকগুলোর মধ্যে আছে মেক্সিকোতে ১৯৭০ সালের বিশ্বকাপ জেতার পর পেলের জন্য তৈরি করা জুলে রিমে ট্রফির রেপ্লিকা। ১৯৬২ সালে সান্তোসের হয়ে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর এই উত্তরীয় পুরস্কার হিসেবে পেয়েছিলেন পেলে। ১৯৬৯ সালে সান্তোসের হয়ে ভাস্কো দা গামার বিপক্ষে ক্যারিয়ারের এক হাজারতম গোল করেন পেলে। সেই ম্যাচের বলটিও থাকছে নিলামে। এ ছাড়া থাকছে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার পরা জার্সিগুলো। এত দিন ধরে আগলে রাখা এই জিনিসগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে বলে জানান ৭৫ বছর বয়সী পেলে, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু সঠিকভাবে এই স্মারকগুলোর যতœ নেওয়া কঠিন। আমার কাছে মনে হয়েছে, এই জিনিসগুলো পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নিলে আমি ভালো করব।’
বেভারলি হিলসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন অকশন্স এই নিলামের প্রক্রিয়া তত্ত¡াবধান করবে। ৭ জুন শুরু হয়ে এই নিলাম তিন দিন চলবে। আর এর থেকে আসা অর্থের একটা অংশ দাতব্যের জন্য দেওয়া হবে। পেলে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যেন ভক্ত ও সংগ্রহকারীরা আমার ইতিহাসের একটা টুকরো পেতে পারে। আমি আশা করি, তারা এই স্মারকগুলো জমিয়ে রাখবে এবং আমার গল্প তাদের সন্তান আর আগামী প্রজন্মের সঙ্গে ভাগ করে নেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিলামে উঠছে পেলের স্মারক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ