Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আ.লীগ-স্বতন্ত্রের লড়াই গাজীপুর সদর

গাজীপুর জেরা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আজ মঙ্গলবার পঞ্চম ধাপে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাওয়ালগড়, মির্জাপুর, পিরুজালী ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা পরিষদ নির্বাচনে এবার ১১৭৪৭৫ জন ভোটার ইভিএম (ইলেকটিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট প্রদান করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করছেন:

নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বৃহত্তর গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট রীনা পারভীন। ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান চৌধুরী মিলন। মির্জাপুর ইউনিয়নের ডগরী’র বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ ছাড়াও মোটরসাইকেল প্রতীকে আতিকুজ্জামান মোহাম্মদ আতিক প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে নির্বাচন করলেও নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারনা থেকে বিরত রয়েছেন। এ প্রতীকে লড়ছেন সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সদস্য ও পিরুজালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সাজেদা সুলতানা। শিল্প প্রধান এ অঞ্চলের ভোটারা উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ-স্বতন্ত্রের লড়াই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ