মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
নরসিংদীতে মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় স্কুলছাত্রী জান্নাতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী শান্তি বেগম ওরফে ফেনসি রানি ও তার ছেলে শিপলু মিয়াসহ চারজনকে নাটোর থেকে গ্রেফতার করেছে পুলিশ
মঙ্গলবার রাতে নাটোরের পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নিহত জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), ছেলে শিপলু ওরফে শিবু (২৩), মেয়ে ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ন মিয়া (৫০)। তারা সবাই চরহাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, থানায় মামলার পর থেকেই মামলার তদন্ত ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। তাদের গ্রেফতার করতে দেশের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়।
অপরাধীরা খুবই চতুর। এক স্থানে বেশিক্ষণ অবস্থান করেনি। তাই তাদের গ্রেফতার করতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। তারপরও আমরা সফল হয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।