Inqilab Logo

ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭, ১৩ যিলক্বদ ১৪৪১ হিজরী

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে এমআইটি: ৮০১তম ঢাবি, বুয়েট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১১:০৪ এএম

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)। আট বছর ধরে প্রথমস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

তালিকায় দ্বিতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়। এক হাজার বিশ্ববিদ্যালয়ের এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট যৌথভাবে অবস্থান করছে ৮০১তম স্থানে।

ডেটা ও গবেষণার ওপর ভিত্তি করে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করেছে ‘কিউএস’। তালিকায় এবার ক্যামব্রিজের অবস্থান ছয় থেকে সাতে নেমেছে। র‌্যাংকিংয়ে চতুর্থ অক্সফোর্ড, পঞ্চম ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ষষ্ঠ সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি। চীনের সিংহুয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ১৬তম অবস্থানে রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ