Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোহাম্মদপুরে ‘সেভেন স্টার বাহিনীর’ প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১১:১৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম তানভীর আহম্মেদ অনিক (৩৬)।

র‌্যাবের দাবি, নিহত তানভীর আহম্মেদ অনিক স্থানীয় সেভেন স্টার নামক ‘শীর্ষ সন্ত্রাসী বাহিনীর’ প্রধান। ঘটনাস্থল থেকে দেশি পিস্তল, বিদেশি রিভলবার ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দফতর থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, মোহাম্মদপুরের বছিলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম তানভীর আহম্মেদ অনিক।

তিনি স্থানীয় সেভেন স্টার নামক ‘শীর্ষ সন্ত্রাসী বাহিনীর’ প্রধান। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার এসআই সাহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে র‍্যাব ২-এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ