Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আস্ত প্রাণী খেয়ে ফেলল মাকড়শা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৯ এএম


নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি মাকড়শার ছবি। ছবিটি একটি ছোট আকারের প্রাণীকে (পসাম) গিলে খাওয়ার দৃশ্য। এটি ধারণ করেছেন এক পর্যটক দম্পতি। ঘটনাটি ঘটেছে দ্বীপরাষ্ট্র তাসমানিয়ায়। স¤প্রতি দেশটিতের ঘুরতে গিয়েছিলেন এই দম্পতি। সেখানে তারা উঠেছিলেন মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কের একটি গেস্ট হাউজে। সেই গেস্ট হাউজে তাদের কক্ষেই এ দৃশ্যের অবতারণা হয়। সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তারা। তারপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ছোট আকারের একটি পসামকে গিলে খাচ্ছে একটি তাসমানিয়ান মাকড়শা। আর একটা মাকড়শার পসাম খাওয়া দেখে চোখ মাথায় উঠেছে নেটিজেনদের। অস্ট্রেলিয়া মিউজিয়ামের অ্যারাকনোলজি বিভাগের ম্যানেজার গ্রাহাম মিলেজ এক সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনা সত্যিই বিরল। হান্টম্যান মাকড়শ টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে। কিন্তু স্তন্যপায়ী গোত্রের প্রাণীরা তার ডায়েটে সচরাচর পড়ে না। পসাম হলো ইঁদুরের মতো দেখতে এক ধরনের প্রাণী। যা অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায়। ইন্টারনেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাকড়শা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ