গোমাংস খাওয়ার কথা বলে বিপাকে টলি-অভিনেত্রী দেবলীনা

গরুর মাংস খাওয়া নিয়ে একটি চ্যাট শোয়ে মতামত দেওয়ায় খুন আর গণধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী
জাকির হোসেন রাজুর পরিচালনাধীন নতুন সিনেমার মহরত সম্প্রতি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটির নাম মনের মতো মানুষ পাইলাম না। সিনেমাটিতে অভিনয় করবেন শাকিব ও বুবলী। ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বিশেষ অতিথি ছিলেন পানি স¤পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্যসচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। মহরত অনুষ্ঠানে জাকির হোসেন রাজু বলেন, আমার সিনেমার নামের মাঝেই গল্প লুকিয়ে আছে। আমাদের চারপাশের ঘটনা নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। ঠিকমতো সিনেমাটি নির্মাণ শেষ করতে চাই। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে মানুষ গল্পের সাথে সংযুক্ত হতে পারবে। একরাশ ভালোলাগা নিয়ে সিনেমা হল থেকে বের হবেন। এমনকি সিনেমার কাহিনীর রেশ থাকবে অনেকক্ষণ। শাকিব বলেন, সিনেমার গল্পটি অনেক চমৎকার। জাকির হোসেন রাজু যেদিন আমাকে গল্পটি শুনিয়েছেন সেদিন গল্পটি হৃদয় ছুঁয়ে গেছে। তবে অনেকে হয়ত সিনেমার নাম নিয়ে আপত্তি করবেন। এই সময়ে এসে এমন নাম মানায় না। আমারও তাই মনে হয়েছিল। যখন পরিচালককে নামের বিষয়ে প্রশ্ন করলাম তখন তিনি আমাকে বললেন, আমরা সারাজীবন কতকিছু করি, কত মানুষের সাথে চলফেরা করি, কিন্তু একটা আফসোস থেকে যায়, তা হলে, মনের মতো মানুষের। আমাদের জীবনে আমরা মনের মতো মানুষ পাই না। এর কারণে সিনেমার নাম এমন দেয়া। বুবলী মনে করেন, সিনেমাটি মুক্তি পেলে মানুষ ভালো একটি সিনেমা পাবে। মনের মতো মানুষ পাইলাম না দেখে মানুষ বলবে মনের মতো ছবি পাইলাম। উল্লেখ্য, জাকির হোসেন রাজু সিনেমাটির ঘোষাণা দিয়েছিলেন ২০১৩ সালে। সে সময় মহরতও করেছিলেন। তখন এতে শাকিবের সাথে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।