Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী আহত

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদল কর্মী ইয়ামিন ওসমান সম্রাটকে পিটিয়েছে আহত শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সম্রাট প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগুন-শিশির ও জুয়েল গ্রæপের কর্মীরা অবস্থান করছিলেন। ছাত্রদল কর্মী পরিচয় পেয়ে ছাত্রলীগ কর্মী তাফসীর আহমেদ সৌরভ, শ্রাবণ হালদার সাগর, আশিকুল ইসলাম, হাসিবুল হাসানসহ বেশকয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এতে মাথায় আঘাত পান সম্রাট। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সহায়তায় তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ছাত্রদলকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে একেরপর এক হামলা চালাচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সম্রাট বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ক্লাস পরীক্ষায় অংশ নিতে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা কারণে মারবে ছাত্রলীগ তা তো হতে পারে না। আমরা ভিসি ও প্রক্টরের সাথে কথা বলবো এবং পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবো। এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, সে (সম্রাট) ছাত্রদল করে। ক্যাম্পাসে যে কোনো সময় অরাজকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে ছাত্রলীগ কর্মীরা তাকে গণধোলাই দিয়েছে। এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত সে বিষয়ে বিস্তারিত জানেন না। এখনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ