Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাগমারায় কৃষকদের সাথে মতবিনিময়

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৮ এএম

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের সাথে জাপান থেকে আগত জাইকা প্রতিনিধি দল ও বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জাইকা তহবিলে পরিচালিত এই প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে আম চাষী ও সবজিচাষীদের সাথে কৃষি পণ্য উৎপাদন কৌশল, বাজারজাতকরণ, সার বীজ কীটনাশকের ব্যবহার, কৃষি প্রযুক্তির ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগীতা পাওয়ার ক্ষেত্রে সুবিধা-অসুবিধার বিষয় নিয়ে দুই দিন ব্যাপী মাঠ পর্যায়ে পর্যেবেক্ষণসহ এসএমএপি প্রতিনিধি দল গত সোমবার হতে দুই দিন ব্যাপি স্থানীয় ভাবে আলোচনায় মিলিত হয়। এতে কৃষক, সার বীজ ও কীটনাশক বিক্রেতা, আড়ৎদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা, প্রাণি সম্পদ অধিদপ্তর কর্মকতারা পৃথক পৃথক ভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন। জাপান থেকে আগত জাইকা প্রতিনিধি দলের ৫ জন জাপানী প্রতিনিধি ফিল্ড পরিদর্শন শেষে জাগরণী চক্র ফাউন্ডেশন চারঘাট শাখা অফিসে প্রতিনিধির দলা মিলিত হয়। এদের মধ্যে অন্যতম উপস্থিত ছিলেন কোমিকো সেতু, মি. ডাইসকো ইটো, মি. জিরো একোয়া, মি. রাইচি কাটসুকি জিজকা, মি. মেহেদী হাসান ও বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা সাইদুজ্জামান, আনোয়ার মোর্শেদ এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক আজিজুল হক, উপ পরিচালক (উত্তর অঞ্চল) এ কে আযম, জোনাল ম্যানেজার, মোস্তাফিজুর রহমান এরিয়া ম্যানেজার শেখ শৈয়েব আলী ও চারঘাট শাখার কর্মী ও কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় প্রকল্প পরিদর্শনকারী জাইকা প্রতিনিধি দল জাগরণী চক্র ফাউন্ডেশনের মাঠ পর্যায় কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। জাপানী জাইকা প্রতিনিধি দলের এলাকায় অবস্থান কালে রাজশাহী জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন সর্বক্ষণিক নিরাপত্তা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকদের সাথে মতবিনিময়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ