Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিংবদন্তি হেইডেনকে ছাড়িয়ে সাকিব

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৬ এএম

 ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে এখন পর্যন্ত সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা পাঁচ ম্যাচে দুইটি শতক এবং দুই অর্ধশতকে সাকিবের ঝুলিতে ৪২৩ রান। উইন্ডিজের বিপক্ষে পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৬ হাজার রান। প্রতিটি ম্যাচেই সাকিব নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। এবার সেই উচ্চতায় আরও একটু বাড়িয়ে দিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেনকে টপকে গেলেন তিনি।

ম্যাথিউ হেইডেন অস্ট্রেলিয়ার হয়ে ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আর ১৫৫ ইনিংসে নিজের নামের পাশে যোগ করেছেন ৬১৩৩ রান। ৪৩.৮০ ব্যাটিং গড়ে ১০ সেঞ্চুরির পাশাপাশি হেইডেনের আছে ৩৬টি অর্ধশতকও। এই কিংবদন্তির ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ১৮১।
অন্যদিকে লাল সবুজের জার্সি গায়ে সাকিব আল হাসান খেলেছেন ২০৩টি ম্যাচ। ক্যারিয়ারের ১৯০ ইনিংসে সাকিবের নামের পাশে আছে ৬১৪২ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রান। সাকিবের ব্যাটিং গড় ৩৭.৪২, সেই সাথে আছে ৯টি সেঞ্চুরি আর ৪৪টি অর্ধশতক।
ম্যাচে নিজের ২০৩তম ম্যাচে খেলতে নামবেন আর হেইডেনকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিলো ৩৩ রান। এখন সেই রেকর্ড টপকে সাকিব খেলছেন ৩৯ রানে। অন্যদিকে আর এক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। জিম্বাবুয়ের কিংবদন্তি ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে ছাড়িয়ে এখন সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ৪৬তম অবস্থানে তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ রান করেই ফ্লাওয়ারকে ছাড়িয়ে গেলেন তামিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ