Inqilab Logo

ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭, ১৩ যিলক্বদ ১৪৪১ হিজরী

আসামে মুসলমানদের মারধর করে বলানো হল জয় শ্রীরাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ৭:৪১ পিএম

ভারতে হিন্দুত্বের জোয়ার তুলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তারপর থেকেই দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে। প্রায় সমগ্র ভারতজুড়েই নিগৃহীত হচ্ছেন মুসলমানরা। এবার মুসলিম বিদ্বেষে সহিংসতার ঘটনা ঘটল আসাম রাজ্যে। মঙ্গলবার আসামের বরপেটা শহরে মুসলিমদের বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার ঘটনা ঘটল। মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বরপেটা শহরে অটোয় করে যাচ্ছিলেন কয়েকজন মুসলিম ব্যাক্তি। আচমকা কয়েকজন তাদের অটো আটকায়। এরপর অটো থেকে তাদের নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’ বলে স্লোগান দিতেও বাধ্য করে। পুরো ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হতে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।

পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে বৃহস্পতিবার দু’টি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আক্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় শুক্রবারও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এ ঘটনায় বরপেটার পুলিশ সুপারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আবদুল খালেক। সূত্র: টিওআই।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম

৯ ফেব্রুয়ারি, ২০২০
৪ ফেব্রুয়ারি, ২০২০
৩০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ