কেরানীগঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কেরানীগঞ্জের সৈয়দপুরে বিসিক শিল্পনগরীর একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালিয়াকান্দি গ্রামে শুক্রবার বিকালে ভাশুরের মারপিটে ফরিদা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ।
আহত গৃহবধূ ফরিদা বেগমের স্বামী বালিয়াকান্দি গ্রামের আক্কাছ গাজীর ছেলে রেজাউল গাজী জানান, শুক্রবার বিকাল ৪ টার দিকে বাড়ীতে গাছ লাগানোকে কেন্দ্র করে আমার বড় ভাই চুন্নু গাজী আমার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফরিদা বেগমকে মারপিট করতে থাকে আমি বাধা দিতে গেলে চুন্নু গাজী ও তার ছেলে শামীম গাজী আমাকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করে। তাদের মারপিটে আমরা চিৎকার করতে থাকেলে আসপাশের লোকজন এগিয়ে এলে তারা আমাদের হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকার লোক জন আহত অবস্থায় আমাকে ও আমার স্ত্রী ফরিদা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।