Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাগদাদে জুমার নামাজে সন্ত্রাসী হামলা, নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৫৭ এএম

ইরাকে একটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। শুক্রবার রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত শিয়া মসজিদটিতে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই বাগদাদে এ ধরনের সবচেয়ে বড় ঘটনা। তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদোলু এজেন্সি-কে বলেন, এক অজ্ঞাত হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এ হামলা চালায়। সে বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার একটি মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে অ্যাম্বুলেসযোগে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ