Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগ আমাদের অপমান করছে : রাঙ্গা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ৪:০৬ পিএম

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ২১ বছর পর এরশাদের সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল‌্যায়নের পরিবর্তে অপমান করছে। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না প্রতিউত্তর দিব।

আজ সোমবার দুপুরে রাজধানী মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপার চার দিনব্যাপী বিভাগীয় সম্মেলনের প্রথম দিনের বক্তব্যে রাঙ্গা বলেন, আমরা কেনো ২২টি আসন পেলাম? অ্যালায়েন্স করার পরও কেন আমাদের অধিকাংশ আসনে নির্বাচন করতে হলো। আগামীতে আর কারো সাথে জোট নয়। এককভাবে নির্বাচন করব।

তিনি বলেন, আজ জাপার এই বিভাগীয় সভায় সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলা ও অঙ্গসংগঠনের যেসব নেতারা আসেননি তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।

যারা এরশাদ ও জি এম কাদেরের রাজনীতি করবেন না তাদের জাতীয় পার্টি করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন রাঙ্গা।



 

Show all comments
  • জসিম ২৪ জুন, ২০১৯, ৪:২২ পিএম says : 0
    এতদিন পর হুশ হলো। তোমাদের বুকে জোর নাই। তোমাদের নেতাই তো তারছেড়া। সে একেক সময় একেক কথা বলে। একা নির্বাচন করলে কারো আমানত থাকবে না।
    Total Reply(0) Reply
  • Md. Hannan akon ২৪ জুন, ২০১৯, ৪:৪৪ পিএম says : 0
    আপনাদের মুখের কথার সাথে কাজের কোনদিন মিল দেখলাম না ।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ আব্দুল বাছির সরদার ২৪ জুন, ২০১৯, ৮:৫০ পিএম says : 0
    এটা মূলত গৃহপালিত বিরোধি দল জতিীয় পার্টির প্রাপ্য; আগামিতে এর চেয়েও বেশি বড় কিছু জাতি দেখবে বলে আমি মনে করি।
    Total Reply(0) Reply
  • Mahmudul Hasan ২৭ জুন, ২০১৯, ৪:৪৬ পিএম says : 0
    আপনাদের জুতা মারেনি এটাই অনেক ভাগ্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ