Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০ আশ্বিন ১৪২৭, ০৭ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

অতঃপর প্রেমিক জুটির মাথা ন্যাড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রেমিকার বাড়িতে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। কিন্তু এই দেখা করতে গিয়ে যে নির্মম এক শাস্তির মুখোমুখি হতে হবে; তা কখনো ভাবেননি তিনি। শুধু প্রেমিক নন, ভাবতে পারেননি তার প্রেমিকাও। লুকিয়ে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ায় শাস্তি হিসেবে মাথা মুড়িয়ে দেয়া হল দু’জনেরই। এ ঘটনা ঘটেছে ভারতের ওড়িশ্যা প্রদেশে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, ওডিশ্যার ময়ূরভাঁজ এলাকার মান্দুয়া গ্রামে প্রেমিকার বাড়িতে দেখা করতে বিপাকে পড়েছেন এক প্রেমিক। স্থানীয়রা এই প্রেমিক যুগলকে আটকের পর তাদের মাথ্য ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা নারায়ন নায়ক জানিয়েছেন। তিনি বলেন, আমরা সব অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় তদন্ত চলছে। ওই যুগলকে ন্যাড়া করে দেয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর অভিযান শুরু করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এএনআই।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমিক

২৯ ফেব্রুয়ারি, ২০২০
১৫ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ