আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি : মাইজদীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এদিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একই
টাঙ্গাইলের সখিপুরে শহীদুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ । বুধবার রাতে উপজেলার চতলবাইদ এলাকা থেকে ৪৫ টি ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।মাদক ব্যবসায়ী শহীদুল উপজেলার ঘেচুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, শহীদুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, হেরোইনসহ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শহীদুলকে উপজেলার চতলবাইদ গ্রামে মাদক বিক্রি করার জন্য গিয়েছে। বুধবার রাতে বিক্রি করার সময় শহীদুলকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, মাদকের বিষয়ে পুলিশ কাউকে ছাড় দেবে না। গত এক মাসে থানায় মাদকের কমপক্ষে ১০টি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।