টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগের সা’দপন্থীদের ওপর জোবায়েরপন্থীদের হামলা

টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগ জামাতের সা’দপন্থীদের ওপর হামলা চালিয়েছে জোবায়েরপন্থীরা। গত সোমবার রাতে টঙ্গী ইসলামপুর
রাজধানীতে মাদকসহ এক নাইজেরিয়ান নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (২৮ জুন) রাতে বসুন্ধরা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা টিম ওই নারীকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম জানান, দীর্ঘদিন ধরে নজরদারির মাধ্যমে ৫২২ গ্রাম ক্রিস্টাল মিথাইল এমফিটামিনসহ ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর ৪১ সেগুনবাগিচার সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।