Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করবে জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চায় জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এই মন্তব্য করেছেন। জাপানের পশ্চিমাঞ্চলে চলমান জি-২০ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি চীনা প্রেসিডেন্টকে আগামী বসন্তে আবারো জাপান সফরে আসার আমন্ত্রণ জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওসাকায় তিনি সাংবাদিকদের সামনে বলেন, আগামী বসন্তে আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে জাপান সফরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। একইসঙ্গে চীন ও জাপানের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে আমি দারুণ আশাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের কোটি কোটি মানুষকে হত্যা করায় জাপানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু
করে। এনএইচকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ