মতলবের ৭টি স্থানে ১৪৪ ধারা জারি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ক্ষমতাসীন দলের সাবেক
চুনারুঘাটে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা দায়েরের ২৯ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) কে গত ২৯ মে রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে গত ২৬ জুন একই উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া (১৬) ও তার বাবা কামাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে থানার এসআই আলামিন অভিযান চালিয়ে গতকাল দুপুরে অপহরণকারীর বাড়ি হইতে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
বর্তমানে অপহৃতা স্কুলছাত্রী চুনারুঘাট থানা হাজতে রয়েছে। আজ ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল ও আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।