Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে ২৬ মিলিশিয়া নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের হামলায় সরকার সমর্থক ২৬ জন মিলিশিয়া নিহত হয়েছে। শনিবার সকালে বাঘলান প্রদেশের নাহরিন জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। ওই নিরাপত্তা চৌকিটিতে সরকার সমর্থক মিলিশিয়াদের মোতায়েন করা হয়েছিল। বাঘলান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় ২৬ জন মিলিশিয়া নিহত হয়েছেন। তালেবানের কর্মকর্তারা এ হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় তাদের যোদ্ধারা ২৮ জন মিলিশিয়াকে হত্যা ও ১২ জনকে জখম করেছে বলে দাবি করেছে তারা। শনিবার কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সপ্তম পর্বের শান্তি আলোচনা শুরু হওয়ার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার আগে এ হামলা চালিয়ে তালেবান পরিষ্কার ইঙ্গিত দিলো যে তারা শক্তিশালী অবস্থান থেকেই আলোচনায় অংশ নিতে চায়।
আল-আরাবিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ