Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭, ১৭ যিলক্বদ ১৪৪১ হিজরী

আমিন খান ও পপিকে নিয়ে ওয়েব ফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

চলচ্চিত্রের অন্যতম জুটি আমিন খান ও পপি। একসঙ্গে অভিনয় করে বাণিজ্যিক সাফল্য পেয়েছেন এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করে। দুজনই গত কয়েক বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত। তবে এবার একসঙ্গে ফিরছেন তারা। তবে বড় পর্দার কোনো সিনেমায় নয়। দুজনে জুটি হয়ে কাজ করেছেন একটি ওয়েব ফিল্মে। স¤প্রতি শূটিং শেষ হওয়া এই ফিল্মের চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ। নির্মাণ করেছেন মোঃ আতিকুর রহমান লাভলু। ফিল্মটির নাম ক্যান্ডেল লাইট। নাট্যকার অনুরূপ আইচ বলেন, এটি মূলত দুইজন অভিনয়শিল্পীর ব্যক্তি জীবনেরই গল্প। যারা প্রেম করেন, বিয়ে করেন, সেপারেশনেও যান। এসব কিছু ঘটার বহুবছর পর তারা কোনও এক রাতে মুখোমুখি বসেন। পুরনো ভুল-শুদ্ধ তুলে এনে জীবনের নতুন হিসেব কষেন। আমার বিশ্বাস, এই দুটি চরিত্রের মধ্য দিয়ে দর্শকরা আমিন খান ও পপি জুটির নতুন রসায়ন খুঁজে পাবেন। নির্মাতা লাভলু জানান, স¤প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। স¤পাদনা শেষে এটি শিগগিরই মুক্তি দেওয়া হবে একটি ভিডিও স্ট্রিমিং সাইটে। তারও আগে প্রকাশ হবে এটির টিজার, ট্রেলার। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিন খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ