Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ০১ শ্রাবন ১৪২৭, ২৪ যিলক্বদ ১৪৪১ হিজরী

এরশাদকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১১:৪৯ এএম

অসুস্থ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এরশাদকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান তিনি।

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন এরশাদ। তিনি বলেন, রবিবার সকাল থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছে। এখনো তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সবাই তার জন্য দোয়া করবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন