Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলায় বেতন ভাতাসহ সকল সুযোগ প্রদানের দাবীতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের অবস্থান কর্মসুচী পালিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৫:১২ পিএম

ভোলায় রাস্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, সম্মানীভাতা প্রদানের দাবীতে বাংলাদেশর ৩২৭ টি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে ভোলা জেলার ৫ টি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে পৌরসভার সকল সেবা বন্ধ রেখে ১ জুলাই অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ভোলা জেলার ভোলা পৌরসভা, দৌলতখান পৌরসভা,বোরহানউদ্দিন পৌরসভা,লালমোহন পৌরসভা ও চরফ্যাশন পৌরসভায় এ কর্মসুচী পালন করা হয়। পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বোরহানউদ্দিন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, ভোলা জেলা পৌরসভা এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও জেলা আ.লীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, লালমোহন পৌরসভা এসোসিয়েশনের সাধারন সম্পাদক নবাব সিরাজুদ্দৌলা,দৌলতখান পৌরসভা এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ও চরফ্যাশন উপজেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সৌরাভ হোসেন এ তথ্য জানিয়ে বলেন আজ স্ব স্ব কার্যালয়ে, আগামীকাল জেলা পৌরসভায় এ কর্মসুচী পালন করা হবে।তবে যতদিন দাবী পুরন না হবে ততদিন পর্যন্ত পৌরসভার সকল সেবা বন্ধ রেখে আমাদের কর্মসুচী চলবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ