Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান ফের আজ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে ঢাকা নদী বন্দরের আওতাধীন কেরাণীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাট থেকে ফতুল্লা অভিমুখে বুড়িগঙ্গা নদীর উভয় তীরের অবশিষ্ট অংশে ৪র্থ দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, আজ মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে। মঙ্গলবার শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত মোট ১২ কার্যদিবস ৪র্থ দফা উচ্ছেদ অভিযান চলবে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের আওতাধিন এলাকায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত (মোট ৩৬ কার্যদিবসে) ৩,৫৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৯১ একর ভূমি উদ্ধার করেছে। এছাড়া বিআইডব্লিউটিএ উক্ত সময়ে পাঁচ কোটি দুই লাখ ২৬ হাজার টাকার মালামাল নিলাম, পাঁচ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা এবং ২২ জনকে আসামি করে ছয়টি মামলা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ