Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ছাত্রীদের যৌন নিপীড়নকারী হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিবি’র হাতে গ্রেফতার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৫:১৪ পিএম

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার সকাল ১০টার দিকে নেত্রকোনা বিএডিসি ফার্ম এলাকা থেকে বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করেছে।

স্থানীয় এলাকাবাসী, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনাটি তার বান্ধবী দেখে ফেলে প্রধান শিক্ষক উক্ত ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে ওরনা দিয়ে মুখ বেঁধে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে প্রধান শিক্ষক তাকে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে বলে, তুই যেহেতু ওই মেয়ের সাথে কি করেছি দেখে ফেলেছিস তাই তুর সাথেও একই কাজ করলাম। এখন আর তুই এ ব্যাপারে কাউকে কিছু বলতে পারবি না। এতে করে মেয়েটি ভয় পেয়ে দীর্ঘদিন চুপ থাকে। পরবর্তী পর্যায়ে ছাত্রীদের সাথে প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের মাত্রা বাড়তে থাকায় উক্ত ছাত্রী গত ৯ জুন বারহাট্টা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে। মামলা দায়েরের পর থেকে প্রধান শিক্ষক পলাতক ছিল।

এ ঘটনা জানাজানি হলে ছাত্র শিক্ষক অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যৌন নিপীড়ক প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী ফুসে উঠে। এ ঘটনায় নেত্রকোনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনগুলো একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছিল।

নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ্ নূর এ আলম জানান, প্রধান শিক্ষকের হাতে যৌন নিপীড়নের শিকার আরেক ছাত্রী বুধবার সকালে বারহাট্টা থানায় আরো একটি মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার সকাল ১০টার দিকে নেত্রকোনা বিএডিসি ফার্ম এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ