Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতির শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি নির্ধারণ করার দাবি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতির শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল (বুধবার) সংগঠনটির সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যগণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি নির্ধারণ করার দাবি জানান। তাঁরা বলেন, দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শিক্ষক-শিক্ষিকাগণ মাষ্টার ডিগ্রিধারী। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যগণকে অবশ্যই উচ্চ শিক্ষিত হতে হবে। দেশে বর্তমানে উচ্চ শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্জলেও ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষানুগারী ব্যক্তিদের অভাব নাই। মানুষ গড়ার কারিগর সারা দেশের শিক্ষকগণকে অল্প শিক্ষিত ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা যৌক্তিক নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ