২০ বছরেও নির্মিত হয়নি সেতু

গজারিয়ায় ভিত্তিপ্রস্তরের দীর্ঘ প্রায় ২০ বছর পরও ফুলদি নদীর ওপর সেতু নির্মিত হয়নি। সময়ে সময়ে
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক আশরাফুল আলমকে কারাগরে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহামুদ আলম জানান, প্রধান শিক্ষক আশরাফুল দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন সময় স্কুলের ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা এ ঘটনার পৃথক তদন্ত করে টাকা আত্মসাতের সত্যতা পান। পরে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার সুপারিশ করেন। ২০১৩ সালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহামুদ আলম গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।