Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চেলসির কোচ হলেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

তিন বছরের চুক্তিতে সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্সশিপোর ক্লাব ডার্বি কাউন্টির দায়ীত্ব ছেড়ে সাবেক ক্লাবে মাউরিসিও সারির স্থলাভিষিক্ত হলেন ৪১ বছর বয়সী। চেলসির হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে ৬৪৮ ম্যাচে অংশ নিয়ে ১১টি শিরোপা জিতেছেন ল্যাম্পার্ড। কোচ হিসেবে এক মৌসুমই ডার্বিতে ছিলেন সাবেক এই ইংলিশ তারকা। দলকে প্লে-অফ ফাইনালে নিয়ে অ্যাস্টন ভিলার কাছে হেরে যান। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে খুশি ল্যাম্পার্ড, ‘প্রধান কোচ হয়ে চেলসিতে ফিরে আমি অনেক গর্বিত। এই ক্লাবের জন্য আমার ভালোবাসা এবং আমাদের ইতিহাস সবাই জানে। এখন আমার মূল লক্ষ্য আগামী মৌসুমের জন্য প্রস্তুত হয়ে ওঠা।’ সারি স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার ১৮ দিনের মাথায় ল্যাম্পার্ডের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেলসির কোচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ