Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেবহাটায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৬:২৭ পিএম

সাতক্ষীরার দেবহাটায় সাপের কামড়ে কৃষ্ণারাণী ঘোষ নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শে্িরণর ছাত্রী। কৃঞ্চা শিবনগর গ্রামের জয়দেব ঘোষের কন্যা। শক্রবার (৫ জুলাই) সকালে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজবাড়ীতে ঘুমিয়ে ছিলো স্কুল ছাত্রী কৃষ্ণারাণী ঘোষ। রাত একটার দিকে তাকে বিষক্ত সাপে কামড়ালে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। তার মা-বাবা ঘুম থেকে উঠে তাকে নিয়ে এলাকার বিভিন্ন কবিরাজ দিয়ে চিকিৎসা করান। তাতে কাজ না হলে সকাল ৮ টার দিকে সাতক্ষীরা সদও হাসপাতালে নিয়ে আসার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়ে স্কুল ছাত্রী কৃষ্ণারাণী ঘোষ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেবহাটায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ