Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দশ বছর পর পেন্টাগন-এ পুরনো চার সদস্যের প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

দশ বছর পর আমেরকিার স্বাধীনতা দিবসে আমেরিকান দূতাবাসের আয়োজনে আমেরিকান স্কুলে পার্ফমেন্সের মাধ্যমে ব্যান্ডদল পেন্টাগনÑএ ফিরেছেন পুরনো চার সদস্য। তারা হলেন মোর্শেদ খান, শেখ মনিরুল ইসলাম টিপু, আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সাল আহমেদ। দলটির বর্তমান সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গীটার), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রাম), জামিল হোসেন সাজু (কী বোর্ড)এবং নাফিউস সালাম ইয়ানি (লীড গিটার)। আলী সুমন বলেন, এটা পাখির নীড়ে ফেরার মত অনূভ‚তি। নস্টালজিয়ায় ডুবে যাওয়ার মতো বিষয়। মূলত আলিফ আলাউদ্দিনের তাগাদাতেই এই প্রত্যাবর্তন পর্ব আরো দ্রæত হয়েছে। একটা বিষয় হলো আমাদের প্রেম এবং প্যাশন সংগীত। নিছক অর্থ উপার্জনের পথ নয়। নিয়মিতভাবে এই লাইন আপে পার্ফর্ম করবো আমরা। নতুন কিছু গান তৈরী হয়েছে সেগুলোর ভিডিও চলতি বছরেই অবমুক্ত করবো। দলে ফেরা প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, পেন্টাগন আমার নিজের ঘর। এখানে ফিরে আসা বা চলে যাওয়া বলে কিছু নেই। সবসময়ই ছিলাম। কখনো শারীরিক উপস্থিতি ছিলো আবার কখনো বা মানসিক। এখন কেবল গান করতে চাই। শুধু গান করতে চাই। ওয়ারফেজখ্যাত টিপু বলেন, মিউজিক মানে সৃজন। কিছু মানÑঅভিমান। চলে যাওয়া আবার প্রত্যাবর্তন। উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৩ অক্টোবর পাঁচ সদস্য মিলে তৈরী করেন পেন্টাগণ। সদস্যরা ছিলেন আলী সুমন ( ভোকাল ও রিদম গীটার), শওকত আলী ইমন (কিবোর্ড), রঞ্জন (ড্রামস ও ভোকাল), মশিউর রহমান শেলী (গিটার) এবং জাভেদ আহমেদ বাবু ( বেইজ গিটার)। ৯৭ সালে দল ছাড়েন ইমন। তারপর দলে আসেন আনান কিবোর্ডে এবং টিপু (পর্কাশন্স)। বনানীর সাংগ্রিলাতে প্রথম শো করে দলটি। শুরুতে তারা বাংলা ইংরেজী, ল্যাটিন/¯প্যানিশ, আরবী, জামাইকান এবং পর্তুগীজ গানের কভার সং করত। ২০০২ সালে একতার মিউজিক থেকে বের হয় দলটির প্রথম অ্যালবাম সেই আমি। এরপর দল ছাড়েন আনান, টিপু, মাহবুব, বাবু এবং শেলী। এরপর থেকে আসাÑযাওয়ার মধ্যে ছিলেন মোরশেদ, জীবন অনিতা, রাজন, মাসুম ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, শামীম এবং তাহসীর। ২০০৯ সালে প্রকাশ হয় দলটির সর্বশেষ অ্যালবাম এইট ও ক্লক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাবর্তন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ